ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আ.লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
‘আ.লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে’

রাঙামাটি: আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।  

সোমবার (১৯ডিসেম্বর) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঘাগড়া সেতুর উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে।

সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ৪১ মিটার সেতুটি তৈরি করতে ৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে।  

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মো. মোফাজ্জল হায়দার, নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, সাংগঠনিক সম্পাদক রঞ্জন মনি চাকমা, বন ও পরিবেশ সম্পাদক কাঞ্চন কর, ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সেতু উদ্বোধনের আগে ঘাগড়াতে বৃক্ষরোপণ করেন, এমপি দীপংকর তালুকদার।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।