ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
তেঁতুলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় কৃষকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তা পাড় হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ফজলুর রহমান (৬৫) নামে এক কৃষক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৯টায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় বাংলাবান্ধা-তেতুঁলিয়া জাতীয় মহাসড়কে গাড়ির ধাক্কায় আহত হন তিনি।

নিহত ফজলুর রহমান উপজেলার তিরনই হাট ইউনিয়নের দগরবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ফসলের মাঠে কাজ করার জন্য সকালে বাড়ি থেকে বের হন ফজলুর রহমান। পথে মহাসড়ক পাড় হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।