ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাজীপুরে পাইকারি কাপড়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, ডিসেম্বর ২৫, ২০২২
গাজীপুরে পাইকারি কাপড়ের মার্কেটে আগুন,
নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

 

রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও টঙ্গী ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২ 
আরএস/ এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।