ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শাহজালালের কার্গো ভিলেজের আগুন

পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, অক্টোবর ১৮, ২০২৫
পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা বিমান উপদেষ্টা

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন কালে কথা বলেন তিনি।

 

উপদেষ্টা বলেন, আমাদের এখন দরকার এই সংকট অতিক্রম করা। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আল্লাহতালা আমাদের এই কাজ সহজ করে দেন। আমরা খুব দ্রুত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে চাই।

তিনি জানান, দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ আছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।  

শেখ বশির উদ্দিন আরও বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  
আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কিছু জায়গায় দাহ্য পদার্থ জ্বলছে। আমরা তা পর্যবেক্ষণে রেখেছি, যোগ করেন তিনি।

দ্রুত বিমানবন্দর চালু করে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সবার সহযোগিতা চান তিনি।  

এর আগে দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর আড়াইটার দিকে খবর পাওয়া যায় যে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় আগুন লেগেছে। খবর পাওয়ার পরপরই প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় একে একে আরও ইউনিট যোগ হয়। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।