ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় ভোগান্তিতে মাগুরার নিম্ন আয়ের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
ঘন কুয়াশায় ভোগান্তিতে মাগুরার নিম্ন আয়ের মানুষ

মাগুরা: ঘন কুয়াশা আর শীতের কারণে ভোগান্তিতে পড়েছেন মাগুরার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পুরো জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমুজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালেও শহরের নতুন বাজার, ঢাকা রোড, ভায়না মোড, স্টেডিয়াম এলাকার মহাসড়কগুলোতে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ও ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।

এছাড়া দিনের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলে না। ফলে শীতের দাপটে জনজীবনে দূর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন এখানকার খেটে হাওয়া সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, তীব্র কুয়াশা আর শীতের কারণে শহরের মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছেন। জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের দেখা মিলছে না।

রিকশাচালক রমিজ উদ্দিন বলেন, দিনের অধিকাংশ সময়েই কুয়াশা থাকছে। এ করণে জরুরি প্রয়োজন আর অফিসগামীরা ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না। দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকছে হচ্ছে। ভাড়ার রিকশা নিয়ে তেমন আয় করতে না পারায় ভোগান্তিতে আছি।

এদিকে মাগুরা নতুন বাজার এলাকার স্কুল শিক্ষক অরুন কুমার বিশ্বাস বলেন, অন্যান্য দিনের চেয়ে আজ (সোমবার) ঘন কুয়াশা পড়েছে। পাশাপাশি নিম্ম আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছেন না। অনেকেই আবার কর্মহীনতায় পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।