ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ফ্রি চিকিৎসা পেল ৫ শতাধিক রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ফরিদপুরে ফ্রি চিকিৎসা পেল ৫ শতাধিক রোগী

ফরিদপুর: ফরিদপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা নেন ফরিদপুরসহ আশেপাশের জেলাগুলো থেকে প্রায় পাঁচ শতাধিক রোগী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

এতে ঢাকা হতে আগত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা আইরিশ মৈত্রী হাসপাতালের নেওয়া এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, জেলায় আধুনিক চিকিৎসা সেবা নিয়ে আসা আইরিশ মৈত্রী হাসপাতালের পক্ষ থেকে চক্ষু ক্যাম্পসহ হৃদরোগ, মেডিসিন, নিউরো মেডিসিন, গ্যাস্ট্রো, লিভারসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হচ্ছে বিভিন্ন সময়ে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।