ঢাকা: কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
এর আগে গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ মিয়া অপূর্বকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ (১৪ অক্টোবর) দিন নির্ধারণ করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি অপূর্ব পাল কোরআন অবমাননার ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ঘটনার দিনে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ হাতে নিয়ে সবার সামনে ফেলে পদদলিত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বিষয়টি দেশব্যাপী আলোচিত হয়ে সব গণমাধ্যমে প্রচারিত হয়।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাটি কারও ইন্ধনে বা কোনো সম্প্রদায়ের উসকানিতে সংঘটিত হয়েছে কি না এবং এর মাধ্যমে দেশে নৈরাজ্য বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না, তা জানতে অপূর্বকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। এ কারণেই তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর কোরআন অবমাননার ঘটনায় ভাটারা থানার এসআই হাসমত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিভাগটির প্রভাষক আসিফ বিন আলী জানিয়েছেন, তিনি এর আগেও সাময়িকভাবে বহিষ্কৃত হয়েছিলেন। মামলার পর কারাগারে পাঠানো হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
এমএমআই/আরআইএস