ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংসদ অধিবেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
সংসদ অধিবেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২১তম অর্থাৎ এ বছরের প্রথম অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের এই অধিবেশন শুরু হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।

এই অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।  

সভায় এই বছরের প্রথম অধিবেশন আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্র-শনিবার ছাড়া অধিবেশন প্রতিদিন সোয়া ৪টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।