ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্ক পৌঁছেছেন শহিদুল আলম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, অক্টোবর ১০, ২০২৫
ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্ক পৌঁছেছেন শহিদুল আলম ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্ক পৌঁছেছেন শহিদুল আলম।

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্ক পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।

শুক্রবার তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তান্বুল পৌঁছালে সেখানে স্বাগত জানান বাংলাদেশের কনসোল জেনারেল মিজানুর রহমান।

এর আগে শুক্রবার একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ইসরায়েল ছাড়েন বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ দেন।

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা মানবাধিকারকর্মীদের আটক করে নিয়ে যায়।

এরপর আরও ১১টি জাহাজের আরেকটি নৌবহর ১ অক্টোবর গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে, যার আয়োজক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)। এ বহরে ‘কনশানস’ নামের জাহাজটিতে ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা।  

এমইউএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।