ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো কনকনে শীতে জবুথবু জনজীবন।

গভীর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝড়ছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে। বাতাসের গতিবেগ থাকছে ঘণ্টায় প্রায় ৫-৬ কিলোমিটার। জানুয়ারি মাসের শেষের মধ্যে আরও একটি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে গত কয়েকদিনের হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা।

ভোরে কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।