ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ ফুট মাটির নিচে চাপা পড়ার আধাঘণ্টা পরও জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
১০ ফুট মাটির নিচে চাপা পড়ার আধাঘণ্টা পরও জীবিত উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের মাটি ধসে ১০ ফুট নিচে চাপা পড়া এক শ্রমিককে আধা ঘণ্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শ্রমিকের নাম বাবুল মিয়া (৫০)। তিনি উপজেলার বুজরুক বেয়ালিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল থেকে হাসপাতাল মোড় এলাকায় সেপটিক ট্যাংকের নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বাবলু। এসময় মাটি ধসে ১০ ফুট গভীরে চাপা পড়েন তিনি। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার তাকে জীবিত উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী সত্যজিৎ রায় বলেন, তারা সাত সদস্যের একটি টিম আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটি চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধারে সক্ষম হই।  

তিনি আরও বলেন, আহত শ্রমিক বাবলুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।