দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩০ জন রয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৭৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩০ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪৪৫ জন রয়েছেন।
এ ছাড়া অভিযানে উদ্ধার করা হয়—খেলনা পিস্তল একটি, এয়ারগানের গুলি ১০০টি, দুই রাউন্ড গুলি ও দুটি চাকুসহ অপরাধ কাজে ব্যবহৃত নানারকম জিনিসপত্র।
এমএমআই/এমজেএফ