ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তান বাজারে নিরাপদ খাদ্যের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
কাপ্তান বাজারে নিরাপদ খাদ্যের অভিযান

ঢাকা: খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তার অধিকার রক্ষায় রাজধানীর কাপ্তান বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাড়াও অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

অভিযানের শুরুতেই কাপ্তান বাজারের মাংসের দোকান তদারকি করতে দেখা যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের। বিভিন্ন দোকানে গিয়ে মাংসের মান ঠিক আছে কিনা তা তদারকি করছেন তারা।

মাংসের দোকানের পর মাছ ও বাজারের অন্যান্য পণ্যের দোকানেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালাবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার ইমরান হোসেন মোল্লা।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসসি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।