গত ২১ জুলাই বাংলানিউজে ‘যুদ্ধের ৫১ বছর পর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আজাদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি লুৎফর রহমান খান আজাদ।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার চালিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।
আমার জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত হয়ে নানা কূট কৌশলের আশ্রয় নিচ্ছে। অথচ তারা ভালো করেই জানে, আমি লুৎফর রহমান খান আজাদ ঘাটাইল থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি ও তিনবার মন্ত্রী হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমি জন্মলগ্ন থেকেই অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেছি ও আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের সাথে কিশোর বয়সেই দেশমাতৃকার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। অল্প বয়সে বারবার এমপি নির্বাচিত হয়ে ঘাটাইলের মানুষের জন্য একদিকে যেমন কাজ করার সুযোগ পেয়েছি, অপরদিকে মন্ত্রী হয়ে বিরল সম্মানে ভূষিত হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। যুদ্ধ করেছি বলেই সার্টিফিকেট নিয়ে ভাতা গ্রহণ করতে হবে এমনটা কখনো কল্পনা করিনি। কিন্তু এই বয়সে এসে মনে হয়েছে, এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আমার গ্রহণ করা উচিৎ। অথচ সংবাদে যে সমস্ত ব্যক্তি আমার নামে ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবেদককে প্রলুব্ধ করেছেন, ইতিমধ্যে তারা অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষিত হয়েছেন ও তাদের সনদ বাতিল হয়েছে।
অতএব আমি এই মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এনডি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।