ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২

সিলেট: সিলেটে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও চার জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৫টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর-গহরপুর সড়কের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৫৫) ও একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার (৩৮)।

আহতরা হলেন, অটোরিকশার যাত্রী রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আল আমীন। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

নিহত অটোরিকশা চালক বাবুল মিয়ার ছেলে সুজন মিয়া বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালাতেন। এদিন (২০ জানুয়ারি) বিকেলে যাত্রী নিয়ে বটতলা এলাকায় আসা মাত্র বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার বাবা ও এক যাত্রী নিহত হন। এসময় অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ আরও ৪ জন আহত হন।  

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বটতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়। এতে নারী ও শিশুসহ ৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাবুল মিয়া ও যাত্রী মো. আনহার মারা যান। আহত ৪ জনকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।