ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

চলছে আখেরি মোনাজাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
চলছে আখেরি মোনাজাত

গাজীপুর: চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।  

রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

 

আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

আখেরি মোনাজাতের শুরুতে ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় নেমে আসে শুনশান নিরবতা। আমিন আমিন, আল্লাহুম্মা আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান।  

আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারী দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি।  

আখেরি মোনাজাতের আগে এদিন (২২ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেন মাওলানা মোরসালিন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফুল।  

এরপর সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১২০৫, জানুয়ারি ২২, ২০২৩
আরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।