ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

এডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জানুয়ারি ২৮, ২০২৩
এডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি!

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি অসাধু চক্র বিভিন্ন ব্যাক্তির কাছে অর্থ দাবি করছে। বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, কোনো একটি অসাধু চক্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়ার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে অর্থ চাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। চক্রটিকে ধরার জন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।