ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় দুই জাল নোট কারবারি আটক

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, আগস্ট ২৮, ২০২৫
আশুলিয়ায় দুই জাল নোট কারবারি আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নারীসহ দুই জাল নোট কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চার লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকার মিজানুর রহমানের পাঁচতলা বাড়ির চতুর্থতলায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।

আটকরা হলেন, আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার, আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন।

তারা দুজন দীর্ঘ দিন ধরে জাল নোটের কারবার করে আসছিলেন বলে জানিয়ে পুলিশ।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সানজিদা ও সাদ্দামের হেফাজত থেকে ৪০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় আনা হয়।  

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাদের অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।