ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসিকে জরিমানা

ফেনী: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযানে চালিয়ে তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।  

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক (অ. দা) মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ভেজাল রোধে ফেনী সদর হাসপাতাল এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সবুজ মেডিকেল হল, আজিজ মেডিকেল হল ও মজুমদার ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়।  

অভিযানকালে উপস্থিত ছিলেন ফেনী জেলার নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন। এছাড়া অভিযানে মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক (অ. দা) মো. কাউছার মিয়া অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করে বলেন, ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।