বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুপুর ১২টায় মিটিং থাকার কারণে এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল বিকেল ৩টায় শুরু হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) টানা আট দিনের চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ ঘোষণা দেন। এদিন শহীদ মিনারে সারাদেশ থেকে বিপুল পরিমাণ শিক্ষকরা উপস্থিত হয়েছেন।
রোববার ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ টাকা বাড়ি ভাড়ার দিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ভুখা মিছিলের জন্য অনড় রয়েছেন।
শিক্ষক নেতা আজিজী বলেন, ‘৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে। ’
তিনি আরও বলেন, ভুখা মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ইতোমধ্যে শহীদ মিনার এলাকায় উপস্থিত হয়েছেন। এখনো আসা অব্যাহত আছে।
যারা ঢাকা আসতে পারেননি তাদের ঐক্যবদ্ধ হয়ে উপজেলা ও জেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করার জন্য জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
বাঞ্ছারামপুর থেকে আগত থাল্লা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাসলিমা বলেন, আমরা শ্রেণি কক্ষে ফিরে যেতে চাই। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমরাও বেশি আশা করছি না। আমরাও মানুষ। আমাদেরও তো কোনো মতে খেয়ে-পরে বাঁচার অধিকার রয়েছে। রাস্তায় যখন নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
আরেক শিক্ষক আসাদ মিয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্টদের দোষর রয়েছে যার কারণে আমাদের ন্যায্য দাবি মানা হচ্ছে না। গণঅভ্যুত্থানের পর অনেক আশা করে ড. ইউনূস স্যার কে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু স্যার আমাদের শিক্ষকদের পাশে থাকছেন না। আমরা তো বেশি কিছু আশা করছি না আমাদের যতটুকু ন্যায্য পাওনা তা বুঝিয়ে দিলেই আমরা ঘরে ফিরে যাব।
ডিএইবি/আরআইএস