ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
মির্জাপুরে কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে ফের চারটি কঙ্কাল চুরি হয়েছে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সামাজিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

 

এর আগেও দুই দফায় একই কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়।  

স্থানীয়রা জানান, বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে গ্রামের একজন বাসিন্দা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মাটির স্তুপ দেখে কাছে যান। সেখানে গিয়ে চারটি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে ভিড় করেন।

গোড়াইল গ্রামের নয়াপাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, চারটি কবর থেকে তিনজন নারী ও একজন পুরুষের কঙ্কাল চুরি হয়েছে। এর আগেও দুই দফায় এই কবরস্থান থেকে আরও ছয়টি কঙ্কাল চুরি হয়। কবরাস্থানে সৌর বিদ্যুতের দুইটি লাইট থাকলেও একটি দীর্ঘদিন ধরে বিকল ও অপরটিতে আলো স্বল্পতা।

গোড়াইল কবরস্থান কমিটির সভাপতি মো. মকবুর হোসেন জানান, দুর্বৃত্তরা পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে থাকে।  

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে জানান, এ বিষয়টি কেউ থানায় অবহিত করেননি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।