ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিল্লিতে বাংলা-ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
দিল্লিতে বাংলা-ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন

ঢাকা:  দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনের লক্ষ্যে দিল্লিতে আয়োজন করা হয়েছে চতুর্থ বাংলা-ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি)  দিল্লির ফোর্ট মিলনায়তনে উদ্বোধন করা হয় এই উৎসব।

এর উদ্বোধন করেন ভারতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা আশীষ রঞ্জন দাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শাবান মাহমুদ বলেন, এই ধরনের অনুষ্ঠান মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ায়। একে অপরের আরও ভালো বোঝাপড়ার সূচনা করে।

আয়োজকরা জানান, ২০১৭ সালে শুরু হওয়া চলচ্চিত্র উত্সবটি কয়েক বছর ধরে মহামারির কারণে বাধাগ্রস্ত হয়েছিল। এবারের
তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রদর্শিত হবে।  

সম্প্রতি মুক্তি পাওয়া বাংলাদেশের জনপ্রিয় সিনেমা- ‘হাওয়া’ প্রদর্শিত হবে ৫ ফেব্রুয়ারি। এ ছাড়া প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের দুটি ফিচার ফিল্মও উৎসবে প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৮  ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।