ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বঞ্চিত সাবেক কর্মকর্তাদের অবস্থান, ৫ সচিবকে অপসারণের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, মে ১৩, ২০২৫
বঞ্চিত সাবেক কর্মকর্তাদের অবস্থান, ৫ সচিবকে অপসারণের দাবি বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি

ঢাকা: আওয়ামী সুবিধাভোগী পাঁচ সচিবকে দ্রুত অপসারণসহ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।

মঙ্গলবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফোরামের সভাপতি ড. মো. নাসির উদ্দিন পাঁচ সচিবকে দ্রুত অপসারণসহ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী এ সরকারের আমলে যে সমস্ত কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তাদের চুক্তি বাতিল করতে হবে। প্রশাসনে ফ্যাসিবাদীদের যে-সব দোসররা রয়েছে তাদের অপসারণ করতে হবে।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান নাসির উদ্দিন।

তিনি বলেন, ফ্যাসিবাদীদের দোসররা এখনো প্রশাসনে আছে। বর্তমান জনপ্রশাসন সচিব আমাদের হেয় করেছেন। তাদের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

এর আগে আওয়ামী সুবিধাভোগী পাঁচ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির নির্বাহী কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তারা হলেন- পানি সম্পদ সচিব নাজমুল আহসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, কৃষি সচিব মো. এমদাদ উল্লাহ মিয়া, সংস্কৃতিবিষয়ক সচিব মফিদুর রহমান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) জাহেদা পারভীন।

তাদের অবাঞ্ছিত ঘোষণা করাসহ পর্যায়ক্রমে তাদের অফিস ঘেরাও করে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানান নাসির উদ্দিন।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।