ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিজেএম আদালত ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, ফেব্রুয়ারি ৭, ২০২৩
সিজেএম আদালত ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।

 

ফায়ার ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, দুপুর সোয়া ১টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল আদালতের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ১টা ২৭ মিনিটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে একসঙ্গে কাজ করে দুপুর ২টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য ৩ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করবো।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে সিজেএম আদালতের নিচ তলার মালখানা (রেকর্ড রুম) থেকে আগুন লাগে। বেজমেন্টে এ আগুনের ফলে আদালত এলাকায় ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়।  

এ সময় আতঙ্কিত হয়ে মানুষ ছোটাছুটি করে ভবন থেকে নামতে থাকেন। সিজেএম আদালত ভবনের দোতলায় রাখা আসামিদের তাৎক্ষণিকভাবে বের করে প্রিজন ভ্যানে আদালত প্রাঙ্গণে ও আদালত সংলগ্ন সড়কে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩, আপডেট: ১৬০২ ঘণ্টা
কেআই/এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।