ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

১০ বাসে এলেন শিক্ষক-শিক্ষার্থীরা, কাকরাইল মোড় অচল

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, মে ১৪, ২০২৫
১০ বাসে এলেন শিক্ষক-শিক্ষার্থীরা, কাকরাইল মোড় অচল

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীনসহ কয়েক শ’ শিক্ষক-শিক্ষার্থী। এতে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৩০টি বাসের মধ্যে ১০টি এবং বেশ কয়েকটি মাইক্রোবাসে করে আগত শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

এর আগে, দুপুরে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হয়ে যাওয়া প্রায় দুই শ’ শিক্ষার্থী বেলা ২টার দিকে পুনরায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেলের পর থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বাকি শিক্ষার্থীরা। পরবর্তীতে বিকেলে শিক্ষক-শিক্ষার্থীদের এই বৃহৎ যোগদান আন্দোলনকে আরও বেগবান করে তোলে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।  

শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়টিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিচারপতির বাস ভবনের সামনে থেকে কাকরাইল মসজিদের সামনের চত্বর ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যাওয়ার পথে এবং মৎস্য ভবনের যাওয়ার পথে ব্লক দেন বিক্ষোভকারীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয় থেকে আনা বাস গুলো দিয়ে রাস্তার মধ্যে ব্যারিকেড তৈরি করেন।  

ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।