ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১১টি মোবাইলসহ গ্রিলকাটা চোর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, ফেব্রুয়ারি ৯, ২০২৩
যাত্রাবাড়ীতে ১১টি মোবাইলসহ গ্রিলকাটা চোর গ্রেফতার চুরির কাজে সরঞ্জামসহ উদ্ধার হওয়া মোবাইল

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় মো. আল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১১টি চোরাই মোবাইল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু বলেন, গত ২৭ অক্টোবর রাতে যাত্রাবাড়ীতে একটি বাসার বেডরুমের জানালার গ্রিল কেটে মোবাইল ও টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে তথ্য-প্রযুক্তির ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত আল আমিনের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

আল আমিনকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।