ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাগর-রুনি হত্যার বিচার দেখতে উদগ্রীব দেশবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, ফেব্রুয়ারি ১০, ২০২৩
সাগর-রুনি হত্যার বিচার দেখতে উদগ্রীব দেশবাসী

ঢাকা: দ্রুত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল করার দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক ঐক্য (এনইউজে)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক ঐক্যের আহ্বায়ক খন্দকার দেলোয়ার জালালী ও সদস্য সচিব মিজান আহমেদ এ দাবি জানান।

বিবৃতিতে এনইউজের নেতারা বলেন, প্রায় এক যুগ হতে চলেছে অথচ নৃশংস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। ৯৫ বার তারিখ পরিবর্তন হয়েছে অথচ তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না।  

তারা আরও বলেন, দেশের মানুষ জানতে চায় কারা এবং কেন এমন পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছে। দেশের মানুষ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দেখতে উদগ্রীব হয়ে আছে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।