ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ঘরে ঝুলছিল কৃষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
বোয়ালমারীতে ঘরে ঝুলছিল কৃষকের মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নাজমুল শেখ (২৭) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ আত্মহত্যার এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল শেখ উপজেলার পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী সুমি বেগম (২৫) বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। নাজমুল শেখের সোহান নামের ৫ বছর বয়সী ও সহিদ নামের আড়াই বছর বয়সী দুটি ছেলে আছে। মাস দুই আগে স্ত্রী সুমি তার সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। সুমি একই গ্রামের আবু সাইদ মোল্যার মেয়ে। ছোট দুটি ছেলে নিয়ে লালন পালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। এ অশান্তি থেকে মুক্তি পেতে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সঙ্গে সঙ্গে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।