ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে রাস্তার পাশে মিললো বাসচালকের বস্তাবন্দী মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিললো বাসচালকের বস্তাবন্দী মরদেহ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বস্তাবন্দী অবস্থায় মোস্তফা নামে এক বাসচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের সংযোগ বেইলর রাস্তার পাশে মরদেহ পড়ে ছিল।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। নিহত মোস্তফা ফেনী জেলার দাগনভূঁইয়া থানার নয়নপুর গ্রামের কোরবান আলীর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। পরে প্রযুক্তির মাধ্যমে নিহত মোস্তাফার পরিচয় সনাক্ত করার পর পরিবারকে খবর দেয় পুলিশ।

পুলিশের ধারণা, ৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাসচালক মোস্তফাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।