ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ওই বস্তিতে পৌঁছে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এখনো নির্বাপন ঘোষণা দেয়নি। সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। কোনো হতাহত হয়নি। সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বেলতলা নামক স্থানে ময়লার স্তূপে আগুন লাগে। সেই আগুন একটি বস্তি ঘরের লেগে আংশিক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে। বস্তির লোকজন আগুনের কারণে আশেপাশে কয়েকটি ঘর দ্রুত খুলে সরিয়ে ফেলে।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।