ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৮ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৮ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর জনতা বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।  

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষতি পরিমাণ ১৫-২০ লাখ টাকা।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে শরীফের চায়ের দোকান থেকে ধোঁয়া বের হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের থাকা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়।  

লক্ষ্মীপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  আটটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতি পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।