ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইঁদুর মারার ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ইঁদুর মারার ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু

বরিশাল: বোরো ধানের জমিতে নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে কবির হাওলাদার (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন। নিহত কবির হাওলাদার ওই গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।

এসআই কামাল হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে কৃষক কবির হাওলাদার তার বাড়ির পূর্ব পাশে নিজের রোপণ করা বোরো ধানের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাততে যান। দীর্ঘ সময়েও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী ও স্বজনরা খোঁজাখুজি শুরু করেন।

পরে রাত নয়টার দিকে তারা ঘটনাস্থলে গিয়ে কবির হাওলাদারকে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।