ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেল চৌধুরী

নড়াইল: নড়াইলে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল চৌধুরীকে (৩২) গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর সদস্যদের সহয়তায় রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের নড়াগাতী থানা পুলিশের একটি দল তাকে কুমিল্লা জেলার দাইদকান্দি থানার সোনকান্দি বাজার থেকে গ্রেফতার করে।

সোহেল নড়াগাতী থানার চর সিংগাতি গ্রামের মৃত সোনা মিয়া চৌধুরীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং শরীফ ব্রিকস ও শরীফ ফিসারিজের পরিচালক আসাদুজ্জামান ওরফে টিটু শরীফকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে নড়াইল জেলার নড়াগাতী থানার চর সিংগাতী গ্রামে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে ঘটনার পরদিন ২ জুলাই নড়াগাতী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এ মামলায় ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য শেষে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার ২০২১ সালের ৩১ জানুয়ারি দুপুরে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস প্রদান করে রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে থেকেই সোহেল চৌধুরী পলাতক ছিলেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহেলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে নড়াইলে নিয়ে আসা হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।