ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর ও সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মো. মামুন শেখ নির্বাচিত হয়েছেন।

মাহমুদুল হাসান তানভীর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের এবং মো. মামুন শেখ ১৩তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাগর হোসেন (দ্য ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের রায়হান আহমেদ (জাগো নিউজ), কোষাধ্যক্ষ: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের জয়নুল হক (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক: বাংলা বিভাগের ১৪তম ব্যাচের ইমরান হুসাইন (দৈনিক সমকাল)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য-১ পদে ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাহাতাব লিমন (ঢাকা পোস্ট), কার্যনির্বাহী সদস্য-২ পদে একই ব্যাচ ও বিভাগের তৌফিকুর রহমান (দৈনিক আজকালের খবরের) নির্বাচিত হয়েছেন। ৎ

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।