ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফার্মগেটের সড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, অক্টোবর ২৩, ২০২৫
ফার্মগেটের সড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় সহপাঠী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের জনভোগান্তির বিষয়টি বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে প্রায় আধা ঘণ্টা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সরে গেলে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে প্রায় আধা ঘণ্টা রাস্তায় অবস্থান নিয়েছিল। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, ফার্মগেট মোড় অবরোধ করেছিল শিক্ষার্থীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে ট্রাকচাপায় সিফাত নামে এক শিক্ষার্থী নিহত হন।

ঘটনার পর থেকেই সহপাঠীরা ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে আন্দোলনে নামে। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তারা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।