ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার মাস বরণে সিলেটে বর্ণিল শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
স্বাধীনতার মাস বরণে সিলেটে বর্ণিল শোভাযাত্রা

সিলেট: মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ। এ মাসেই সূচিত হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম।

বঙ্গবন্ধুর দরাজ কন্ঠে এসেছিল স্বাধীনতার ঘোষণা। বিভীষিকাময় মার্চে বীর বাঙালি দেশ মাতৃকার স্বাধীনতার তরে ঝাঁপিয়ে পড়েছিল। বাঙালির ইতিহাসের রক্তঝরা অধ্যায়জুড়ে থাকা অগ্নিঝরা মার্চ মাসকে প্রতিবারের ন্যায় বরণ করে নিলো সিলেটবাসী।  

বুধবার (০১ মার্চ) সকালে মার্চ মাসকে বরণে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের হয়।  সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ।

শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।  

এদিকে মহান স্বাধীনতার মাসে পুলিশ মেমোরিয়াল ডে’র মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করা হয়েছে।  সিলেট পুলিশ লাইন্সে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এসএমপি ও জেলা পুলিশের কর্মকর্তারা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।