ঢাকা: ১৫ সদস্য বিশিষ্ট গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে এবং ঢাকা নগরের আহ্বায়ক তৌফিকা লিজার পরিচালনায় গৃহ অধিকার রক্ষা কমিটির সভায় ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।
সভায় গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, সাপ্তাহিক ছুটি, ন্যূনতম জাতীয় মজুরিসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভায় আসমা আক্তারকে সভাপতি এবং সহসভাপতি সাথী আক্তার, সাধারণ সম্পাদক, তৌফিকা লিজা, সাংগঠনিক সম্পাদক বিউটি সুলতানা, দপ্তর সম্পাদক রাহেলা সিদ্দিকা এবং জমিরন খাতুন, ফিরোজা বেগম, পারুল আক্তার, জোবেদা বেগম, ফরিদা খাতুন, সুফিয়া বেগম, করিফুল বেগম, পারুল বেগম, সাহিদা খাতুন, মলি বেগমকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।
আরকেআর/জেএইচ