ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, মার্চ ৭, ২০২৩
বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।  

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

 

ডিএমপি কমিশনার বলেন, গুলিস্তানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক হতাহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। এখানে পর্যাপ্ত ডাক্তার আছেন। তারা চিকিৎসা করছেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্ফোরিত ভবনটি বাণিজ্যিক ভবন ছিলো। নিচতলায় বিভিন্ন সেনিটারি সামগ্রী ছিলো। পাশে ব্র্যাক ব্যাংক ছিলো। এছাড়া বিভিন্ন কমার্সিয়াল দোকান ছিলো।  

বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে জানানো হবেও বলে জানান গোলাম ফারুক।

তবে তিনটি মৃতদেহে বিস্ফোরণের ভয়াবহতা দেখেছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হক।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত হাসপাতালে আনা হয়।  

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় স্যানিটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্র্যাক ব্যাংকের অফিস।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এনবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।