ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ১১ জন কাতরাচ্ছেন বার্ন ইনস্টিটিউটে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, মার্চ ৮, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ১১ জন কাতরাচ্ছেন বার্ন ইনস্টিটিউটে

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় ১১ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

দগ্ধরা হলেন- মো. হাসান (৩২), ইয়াছিন (২৬), মুসা (৪৫) খলিল (৩৬) আজম (৩৬) উলি শিকদার (৫৫) আল আমিন (২৫) বাচ্চু মিয়া (৫৫) ও মোস্তফা (৫০)।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।  

তিনি বলেন, সিদ্দিক বাজারের ঘটনায় বিকাল থেকে রাত পর্যন্ত ১১ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসানের ১২ শতাংশ, ইয়াসিনের ৫০ শতাংশ, সুমার ৯৪ শতাংশ, খলিলের ৮ শতাংশ, আজমের ৮০ শতাংশ, উলি শিকদারের ২০ শতাংশ, আলআমিনের ১৫ শতাংশ, বাচ্চু মিয়ার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে মোস্তফার কিছুটা দগ্ধসহ অন্য ইনজুরি আছে। এদের চারজনের অবস্থা গুরুতর। ইয়াসিন ও হাসানকে আইসিইউতে নেওয়া হয়েছে।

আজ বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণে রাত ১০টা পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।