ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনের জেল

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনের জেল

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত।

বুধবার (৮ মার্চ) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাঁজা সেবনসহ হাতেনাতে আটক করেন পাঁচ মাদকসেবিকে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি আটকদের তাৎক্ষণিকভাবে ৩ মাস ৭ দিনের কারাদণ্ড শেষে জেলহাজতে পাঠান।

দণ্ডিতরা হলো- বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের জিন্নাহ বাজার এলাকার মো. দুদু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২০)। বাট্টাজোর ইউনিয়ন জিন্নাহ বাজার এলাকার আহাজ উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (২৫) পৌর শহরের কাকমাড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলামীন মিয়া (৩০) মিয়াপাড়া এলাকার ভিক্কু মিয়ার শাকিল মিয়া (১৯) মিয়াপাড়া এলাকার মিরা মিয়ার ছেলে রবিন (২৫)।
জামালপুর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।