ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুক্তিতে রাজউক চেয়ারম্যান থাকছেন আনিছুর 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মার্চ ১৩, ২০২৩
চুক্তিতে রাজউক চেয়ারম্যান থাকছেন আনিছুর  মো. আনিছুর রহমান মিয়া

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়াকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।  

বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ২ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে রাজউক চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার (১৩ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

চুক্তিতে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিতে রাজউক চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গত বছরের ৪ জুন রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আনিছুর রহমান। এরপর সচিব পদে পদোন্নতি পান তিনি। রাজউক চেয়ারম্যান হিসেবে চুক্তিতে সচিব পদেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।