রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর সেনিটারি দোকানের সামনে দায়িত্ব পালনের সময় রাস্তায় একটি টাকার বান্ডিল দেখতে পান এসআই আশিক। পথচারীদের উপস্থিতিতে বান্ডিলটি উদ্ধার করে গণনা করলে সেখানে মোট ৫০ হাজার ৪১০ টাকা পাওয়া যায়।
ঘটনার পর তিনি জব্দ তালিকা তৈরি করে টাকা হারানো ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি থানায় এসে জানান, তিনি ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ফেরার পথে টাকা হারান। জিজ্ঞাসাবাদে তিনি সঠিকভাবে টাকার পরিমাণ, বান্ডেলের গঠন ও অন্যান্য বিবরণ দেন।
পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এবং নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএম-এর উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণের মাধ্যমে প্রকৃত মালিক কাউসার আহম্মদের হাতে টাকা ফিরিয়ে দেন এসআই আশিক।
এ সময় এসআই আশিকুর রহমানের সততা ও পেশাদারিত্বে মুগ্ধ হয়ে উপস্থিত সাধারণ মানুষ তাকে প্রশংসা করেন।
এমএমআই/আরবি