ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটকের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আটকের তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি রূপগঞ্জের গোলাকান্দাইলের মৃত আছমত আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও আলমগীর হোসেনের ছেলে ইলিয়াস হোসেনকে (২৪) আটক করা হয়।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মাণাধীন ভবন দেখাশুনা করতেন। স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজগ্রুপ জাকির গ্রুপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্যান্য সহযোগীরা ভিকটিম রাকিবের কাছ থেকে তার তত্ত্বাবধানে ওই নির্মাণাধীন ভবনের জন্য চাঁদা দাবি করে। ভিকটিম রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকির গ্রুপ রাকিবের ওপর ক্ষুব্ধ হয়। গত ২১ সেপ্টেম্বর রাতে রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করাকালে আসামি জাকির ও ইলিয়াসসহ জাকির গ্রুপের অন্যান্য সদস্যরা মিলে অতর্কিতভাবে হামলা করে। আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে ভিকটিম রাকিবকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে তারা।  

ওই ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। আটক আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিআইডির তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।