ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, মার্চ ১৬, ২০২৩
ফতুল্লায় হত্যা মামলার আসামি গ্রেফতার হত্যা মামলার গ্রেফতার আসামি বিজয়: ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মামুন হত্যা মামলার আসামি বিজয়কে (১৯) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ মার্চ) রাতে তাকে শহরের শেখ রাসেল পার্ক থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিজয় ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকার মিন্টুর ছেলে। হত্যার শিকার মামুন ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার প্রফেসারের ভাড়াটিয়া বাবুলের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, ২০২২ সালের ৫ ডিসেম্বর বিকেল ৫টার দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর স্টেডিয়াম সংলগ্ন নুর ডাইংয়ের পেছনের মাঠে মামুন (২২) ও তার বন্ধু নুরনবীকে (২১) ছুরিকাঘাত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এতে করে মামুন মারা যায়। এ ঘটনায় হত্যা মামলা করে নিহতের পরিবার। ঘটনার পরপরই  মামলার এজাহার নামীয় ৫ নম্বর  আসামি বিজয় আত্নগোপনে চলে যায়। বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাসেল পার্কে অভিযান চালিয়ে বিজয়কে গ্রেফতার করা হয়

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।