কক্সবাজার: কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয় দখলদার ও তাদের সমর্থকেরা বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গুনগাছতলা এলাকায় এক দল লোক সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও ঘিরে ধরে তারা।
একপর্যায়ে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব লুৎফুর রহমান কাজল অবরোধস্থলে গিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং সমাধানের আশ্বাস দিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, অবরোধকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। কেউ বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন না, আবার কেউ বের হতেও পারছেন না।
কক্সবাজার জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র যৌথ নেতৃত্বে গত ১ সেপ্টেম্বর থেকে বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
এসআইএস