ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সাবেক সেনা কর্মকর্তাসহ ৩ জনকে অপহরণ, এলাকায় আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
বান্দরবানে সাবেক সেনা কর্মকর্তাসহ ৩ জনকে অপহরণ, এলাকায় আতঙ্ক

বান্দরবান: বান্দরবানের রুমায় তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে কেওক্রাডং সড়কে কাজ করার সময় তাদের অপহরণ করা হয়।

ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

অপহৃতরা হলেন - সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন (৫৪), ট্রাকচালক মো. মামুন (২৯) ও শ্রমিক আব্দুর রহমান (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়,  রুমা উপজেলার বগালেক ও কেওক্রাডং সড়ক নির্মাণে কাজ করছিলেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেনসহ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালীন সময়ে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে যায়।  

সাবেক সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন তাদের কাছে বন্দি রয়েছেন বলে নিজেদের ফেসবুক পেজে দাবি করেছে পার্বত্য এলাকার নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মি ( কেএনএফ)।  

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, অপহরণের খবর শুনেছি, তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। কে বা কারা তাদের অপহরণ করেছে সে বিষয়ে বিস্তারিতও জানা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য বান্দরবানের পুলিশ সুপার এর মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।