ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে পরিবহন শ্রমিক ধর্মঘটে ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
হবিগঞ্জে পরিবহন শ্রমিক ধর্মঘটে ভোগান্তি

হবিগঞ্জ: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং ও পুলিশি হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
 
রোববার (১৯ মার্চ) সকাল থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমিতি।


 
ফলে সকাল থেকে জেলার ভেতরে চলাচলকারী বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
 
কোনো ঘোষণা ছাড়া এমন আন্দোলনের ডাক দেওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। জেলার ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আসা যাত্রীদের ফিরে যেতে দেখা গেছে।
 
এদিকে শ্রমিকদের ডাকা কর্মবিরতি অযৌক্তিক ও অমানবিক বলে প্রত্যাখান করেছেন হবিগঞ্জের সাংবাদিকরা।
 
হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর বলেন, পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট পুরোপুরি অযৌক্তিক ও অমানবিক। তারা আমাদের একজন সাংবাদিক নেতার মা মারা যাওয়ার পর মরদেহ পর্যন্ত বহন করেনি।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।