ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবো: লবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২৫
জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবো: লবি

খুলনা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনসাধারণের ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা সুযোগ পায় ও আপনারা (নারীরা) স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে গণজাগরণ তৈরী করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, অবশ্যই জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখবো।

খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন মহিলাদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আলী আসগর লবি।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জামিরা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

জামিরা ইউনিয়ন মহিলাদলের সভাপতি শিল্পী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলাদলের সভাপতি তছলিমা খাতুন ছন্দা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, জেলা মহিলাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতারা বেগম।

ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক মিনা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক বিথী বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মনির হাসান টিটু, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ইয়াসমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মুর্শিদা বেগম, খুলনা মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেঈম, নগর জাসাস আহ্বায়ক নূরুল হাসান বাচ্চু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, মোতাহার হোসেন কিরন, হুমায়ুন কবির বিশ্বাস, কামরান হাসান, সাব্বির রহমান রানা, আব্দুল হালিম শেখ, আব্দুর রউফ গাজী, তুহিন খন্দকার, মঞ্জুর আরেফিন, মো. ইউসুফ, শাকিল হোসেন প্রমুখ।

এর আগে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে শিক্ষক মিলনায়তনে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সভা শেষে স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন, ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কে সরকারি করন করা ও অডিটোরিয়াম সহ ক্লাস রুমে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের দাবির মুখে তাৎক্ষণিক আলী আসগর লবি'র নিজস্ব অর্থায়নে ২০টি ফ্যানের ব্যবস্থা করে দেন। এবং কলেজ সরকারি করেন জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে তিনি কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।