ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

একসঙ্গে ৪ বাছুরের জন্ম দিল গাভী, এলাকায় চাঞ্চল্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
একসঙ্গে ৪ বাছুরের জন্ম দিল গাভী, এলাকায় চাঞ্চল্য

দিনাজপুরের পার্বতীপুরে এক কৃষকের বাড়িতে একটি গাভী একসঙ্গে চার বাছুরের জন্ম দিয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 ঘটনা জানাজানি হলে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।

রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার ৫নং চন্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকায় কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলীর (৩৮) গাভীটি চার বাছুরের জন্ম দেয়।  

এ ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

রমজান আলী জানান, শ্বশুরবাড়ি থেকে আমাকে একটি দেশি গরু দেওয়া হয়েছিল। আমি সেটিকে লালন পালন করে বিক্রি করে দিই। পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনি। এর কয়েকদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়। এটি চারটি বাছুর জন্ম দিয়েছে। ৩টি দামুড় ও একটি আড়িয়া (ষাড়) বাছুর।

তিনি বলেন, আমার আরও চারটি বিদেশি গরু আছে। এই প্রথম একটি গরু চারটি বাছুর জন্ম দিল। ঘটনার পর বিভিন্ন এলাকার লোক দেখতে আসছে। এতে আমি খুব খুশি। কারণ মানুষ এক বাছুরই পায় না। আর আমি আল্লাহর রহমতে একসঙ্গে চারটি বাছুর পেয়েছি।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। এটি রমজান আলীর প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেয়া চারটি বাছুরই সুস্থ আছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।