ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ মিছিল 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৩, অক্টোবর ২০, ২০২৫
জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ মিছিল  ঢাকা বিশ্বদ্যিালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় হত্যাকারীর বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
 
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় তারা মিছিল করেন।

এসময় তারা জোবায়েদ ‘হত্যার’ বিচার চেয়ে একাধিক স্লোগান দেন।
 
মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক  সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।
 
এর আগে রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়িতে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।
 
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, অন্তর্বর্তী সরকার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে।  দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুন, অত্যাচারের শিকার হচ্ছে।
 
তিনি বলেন, জোবায়েদ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে।
 
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ছাত্রদল যখন সহিষ্ণুতার রাজনীতি করে ক্যাম্পাসে সাড়া ফেলেছে, তখনই একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে,  ছাত্রদলকে গুম করলে, হেনস্তা করলে, নির্যাতন করলে যেন জায়েজ হয়ে যায়।
 
তিনি বলেন, তার ধারাবাহিকতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারভেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্য এবং আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জোবায়েদ ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
 
সাহস বলেন, আমরা সর্বত্র ধৈর্য ধরে বাংলাদেশ বিনির্মানে সব সহ্য করে যাচ্ছি। আমরা এমন বাংলাদেশ নির্মাণ করতে চাচ্ছি, যেখানে কোনো মানুষ হত্যার শিকার হবে না।
 
এফএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।